বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

সর্বশেষ

দামি গাড়ির মালিক পেলে সোজা চলে যেতেন পাঁচতারা হোটেলে- উরফি

বিনোদন ডেস্ক

‘উদ্ভট পোশাক’ পরে আলোচনায় থাকতে ভালোবাসেন ভারতের ব্যতিক্রমী মডেল উরফি জাভেদ। সমালোচনা কিংবা নিন্দা—কোনো কিছুই যেন আটকাতে পারে না তাকে। নিজে যা চান, তা করতেই ভালোবাসেন।

যার-তার সঙ্গে ডেটে যাওয়া পছন্দ করেন না উরফি। আবার কোনো ক্যাফেতে ডেটে যেতেন না। দামি গাড়ির মালিক পেলে সোজা চলে যেতেন পাঁচতারা হোটেলে। সেই অভিজ্ঞতা জানাতে গিয়ে উরফি বলেন, ‘ডেটে যাওয়ার আমার একটাই ক্রাইটেরিয়া থাকত। আমি সেই ব্যক্তির বিএমডব্লিউ বা অডি দেখলেই পছন্দ করে ফেলতাম তখন। আমি পাঁচতারা হোটেলে যেতে চাইতাম। আমি কোনো ক্যাফেতে যেতে চাইনি।’

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি একটি অনুষ্ঠানে উরফি জাভেদের কাছে জানতে চাওয়া হয়, তিনি কীভাবে সমালোচকদের মোকাবিলা করেন। উত্তরে তিনি বলেন, ‘আমি এসব ডিল করি না। কারণ আমি এসব অ্যালাও করি না। আমি অনেক বদলে গিয়েছি। টাকা-পয়সা আমায় আর আকৃষ্ট করে না, কারণ আমি নিজেও যথেষ্ট টাকা রোজগার করি। এখন কাউকেই আমায় নিয়ে কোনো খারাপ বা কুরুচিকর মন্তব্য বলতে অ্যালাও করি না।’

উরফি জানান, তিনি এত বেশি ডেটে গেছেন যা অন্য কোনো মানুষ ভাবতে পর্যন্ত পারবেন না। কোনো পুরুষ যদি তাকে প্রত্যাখ্যান করেন বা তাকে কষ্ট দেন, এতে তিনি বিশেষ পাত্তা দেন না।

এত সহজে আসলেই কাউকে ভুলতে পারতেন কি না, জবাবে উরফি বলেন, ‘আমি একটাই স্টেপ ফলো করতাম, তাকে স্রেফ পাত্তাই দিতাম না। যে আমায় রিজেক্ট করেছে, সে নিজে পরে আফসোস করবে। ব্যাস এটাই। আমি আমার কাজ করে যাব।’

আরও পড়ুন