সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

ঘরের মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ

স্পোর্টস ডেস্ক

চট্টগ্রামে পুরুষদের ওয়ানডেতে গতকাল শনিবার আফগানিস্তানের বিপক্ষে বড় হার দেখেছে বাংলাদেশ। আজ রোববার মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বড় হার দেখলো বাংলাদেশের নারীরাও।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ১১৪ রান তুলতে পারে বাংলাদেশ। জবাব দিতে নেমে ৭ উইকেট ও ২২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

১১৫ রানের লক্ষ্যে খেলতে নামা ভারতকে অবশ্য শুরুতে চেপে ধরেছিল বাংলাদেশ। কোনো রান করার আগেই শেফালি ভার্মাকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন মারুফা আক্তার। এরপর ২১ রানের মাথায় জেমিমাহ রদ্রিগেজকে বোল্ড করেন সুলতানা খাতুন। তবে তৃতীয় উইকেটে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ভারত। ৭০ রানের জুটি গড়েন ওপেনার স্মৃতি মান্ধানা এবং অধিনায়ক হারমানপ্রীত কৌর। ৯১ রানের মাথায় মান্ধানা (৩৮) ফিরলেও জয়ের জন্য বাকি পথ স্বস্তিকা ভাটিয়াকে নিয়ে অনায়াসে পাড়ি দেন হারমানপ্রীত। ৩৫ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৪ রানে অপরাজিত থাকেন ভারত অধিনায়ক।

এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ করেনি বাংলাদেশ। ওপেনিংয়ে ২৭ রান করার পর দ্বিতীয় উইকেট হারায় ৫২ রানে। তবে এরপর আর কোনো ব্যাটসম্যানই ব্যাটে খুব একটা সুবিধা করতে পারেননি। শেষদিকে ২৮ বলে স্বর্না আক্তার ২৮ রানে অপরাজিত থাকলে ১১৪ রানের পুঁজি পায় বাংলাদেশ। তিনে নামা সোহানা মোস্তারি করেন ২৩ রান।

তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারত। প্রথম টি-টোয়েন্টি জিতে এরই মধ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দলটি। আগামী মঙ্গলবার একই মাঠে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। সেটি হবে সিরিজে বাংলাদেশের টিকে থাকার লড়াই।

আরও পড়ুন