শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

কোনো পেশিশক্তি ষড়যন্ত্র করে সফল হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
facebook sharing button

কোনো পেশিশক্তি ষড়যন্ত্র করে সফল হবে না মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আওয়ামী লীগ কখনও জনগণের মেন্ডেট ছাড়া কাজ করে না। কোনো শক্তির ওপর নির্ভর না করে জনগণের শক্তি নিয়ে চলে আওয়ামী লীগ সরকার। কোনো পেশিশক্তি ষড়যন্ত্র করে সফল হবে না।’

আজ মঙ্গলবার সকালে টিসিবি ভবনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপি যে এক দফা আন্দোলনের ঘোষণা দিয়েছে তাতে কোনোক্রমেই আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা যাবে না।’

তিনি বলেন, ‘দেশে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

আরও পড়ুন