শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

বিএনপিকে ২৩ শর্তে সমাবেশের অনুমতি দিল ডিএমপি

বুধবার (১২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপিকে ২৩ শর্তে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি।অনুমোদিত স্থানের মধ্যে সমাবেশ সম্পন্ন করা, নিজস্ব নিরাপত্তা ব্যবস্থায় মেটাল ডিটেক্টর দিয়ে নেতাকর্মীদের চেক করা, সড়কে যানবাহন চলাচলে বাধা না দেওয়া, ধর্মীয় অনুভুতিতে আঘাত করে এমন বক্তব্য না দেওয়ার শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার ডিএমডির পক্ষ থেকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেওয়া চিঠিতে এসব কথা জানানো হয়েছে

এর আগে সোমবার (১০ জুলাই) বিকেলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূঁইয়া ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ডিএমপিতে যান। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ শেষে এ্যানি সাংবাদিকদের জানান, সমাবেশের মৌখিক অনুমতি দিয়েছেন ডিএমপি কমিশনার।

আরও পড়ুন